ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাজার অভিযান: বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

এছাড়া রাজধানীর উত্তর বাড্ডার কাঁচা বাজারে অভিযান চালিয়ে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড ও আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সরকার নির্ধারিত দামের বাইরে বেশি দামে কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী দেয় ভোক্তা অধিকার। 

বাজারে অস্থিরতা কমাতে প্রথমবারের মতো তিন কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হলো আলু, দেশি পেঁয়াজ ও ডিম। গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই দাম ঘোষণা করেন।

বেঁধে দেওয়া দর অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা অর্থাৎ এক হালি ৪৮ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি