ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৩

মিরপুরের কমার্স কলেজের পেছনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার পুলিশ কর্মকর্তকারা জানান, মৃতরা হলেন, মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে আসা মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (৭ মাস) শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় পানিতে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়। এতে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে যায়। বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি