ফেসবুকে সখ্যতা গড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, নারীসহ আটক ৫
প্রকাশিত : ০৯:০১, ৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১০:৫৭, ৭ অক্টোবর ২০২৩
প্রথমে ভর্তির জন্য সাহায্য প্রার্থনা, পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সখ্যতা গড়ে তুলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণের পর করা হয় নির্যাতন। এমন অভিযোগে এক নারীসহ অপহরণ চক্রের ৫ জনকে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিট।
আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই প্রভাষককেও।
শুক্রবার রাতে খিলগাঁও থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এন্টি টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম উইংয়ের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এই তথ্য জানান।
এসময় তিনি বলেন, নানান কৌশল অবলম্বন করে চক্রের সদস্যরা রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটকে রাখে। পরে মুক্তিপণের দাবিতে চালায় নির্যাতন।
অভিযোগ পেয়ে অভিযানে নামে এটিইউর সাইবার ক্রাইমের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তার গ্রেফতার করা হয় পাঁচজনকে।
এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।
এএইচ
আরও পড়ুন