ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মানিকদিতে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদিতে তিতাস গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে ৫ শ্রমিক দগ্ধ  হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্বার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সিয়াম (২০), মেহেদী হাসান (২৩), জুয়েল (২১), আব্দুল মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী সুপারভাইজার আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্টের মানিকদি নামাপাড়া এলাকায় তারা রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। এ সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন তাদের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে চেক করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তারা সবাই ওয়াসার শ্রমিক। তাদের সকলের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে দেলোয়ারের ২০, আব্দুল মমিনের ১৫,  সিয়ামের শরীরের ১২, জুয়েলের ৮ ও মেহেদী হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। 
৫ জনের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অবজারভেশনে রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি