ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতিরঝিলে টোটাল ফিটনেসের কার্যক্রম অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

কোয়ান্টাম ফাউন্ডেশন নিকেতন শাখার আয়োজনে শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা থেকে এক ঘণ্টা হাতিরঝিল সংলগ্ন চায়না গ্রিল রেস্টুরেন্টে টোটাল ফিটনেস ক্লাবের নিয়মিত মাসিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার অধ্যক্ষ ছালেহ আহমেদ শারীরিক ফিটনেসের জন্য দমচর্চা ও মেডিটেশনের কার্যকারিতা নিয়ে বিশেষ আলোচনা উপস্থাপন করেন।

আলোচনার পর সমবেত সকলে বিশেষ দমচর্চা উজ্জীবন অনুশীলন করেন।

নিকেতন শাখার মোমেন্টিয়ার শাহনাজ বেগম এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে হাতির ঝিলের প্রাকৃতিক পরিবেশে ভোরের হাওয়ায় শরীরচর্চা করতে আসা বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের বিভিন্ন প্রকাশনা সংগ্রহ করেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি