ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 দুর্গা পূজা উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের শারদীয়া শুভেচ্ছা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু তাঁর সারাটা জীবন অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাস করে রাজনীতি করেছেন, জেলে গেছেন, অত্যাচার সহ্য করেছেন। তিনি তাই অসাম্প্রদায়িকতাকে বাংলাদেশের সংবিধানের জাতীয় ৪-মূলনীতির মধ্যে সন্নিবেশিত করেছিলেন। আজ ষড়যন্ত্রকারীরা এতটাই ধৃষ্টতা দেখাচ্ছে যে তারা প্রকাশ্যে ঘোষণা করছে, ক্ষমতায় গেলে তারা ‘৭২-এর সংবিধান বাতিল করবে।

জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীও পিতার মতই বিশ্বাস করেন যে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার’। 

আসুন মহান মুক্তিযুদ্ধের সময় আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃস্টান সবাই যেভাবে লড়াই করে বিজয়ী হয়েছি, সেভাবে আজ আবার চক্রান্তকারীদের সব অপচেষ্টাকে ব্যর্থ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে পুনরায় শক্তিশালী করে আগামী নির্বাচনে বিজয়ী করে আমাদের প্রিয় দেশকে উন্নত বিশ্বের পানে নিয়ে যাওয়ার পবিত্র অভিযাত্রায় শামিল হই। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি