ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মহাখালীতে আগুন, নিয়ন্ত্রণে সেনা-নৌ ও বিমান বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ২৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:৩৯, ২৬ অক্টোবর ২০২৩

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

এর আগে বিকেল ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান রাফি আল ফারুক।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি