ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রভাবহীন বিএনপির অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

প্রভাবহীন হয়ে পড়েছে বিএনপির অবরোধ। দ্বিতীয় দিন সকালেই রাজধানীতে বেড়েছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ির চাপও বেশ।

বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখো গেছে এমন চিত্র। 

এছাড়া অবরোধ কর্মসূচি দিলেও নগরের নয়াপল্টন, ফকিরের পুল, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, শাহবাগ ও সাইন্সল্যাবসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কোথাও দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। 

রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকার বাইরেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ট্রেনে ভরপুর যাত্রী। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে রাত থেকেই। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 

এদিকে, অবরোধের মধ্যে কিশোরগঞ্জ বিএনপির ডাকা আধাবেলা হরতালেও মাঠে নামেনি নেতাকর্মিরা। গণপরিবহনসহ অন্যান্য যান চলাচল করছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি