ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ২ যুবদল নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৫ নভেম্বর ২০২৩

ঢাকায় গত ২৮ অক্টোবর পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই যুবদল নেতা বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড়ে বলাকা পরিবহনের বাসে আগুন দেয়।

গ্রেপ্তার দুজন হলেন-ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের রমনা অঞ্চলের একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের কাছ থেকে বাসে আগুন দেওয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে। 

এদিকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি