ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মিরপুরে ৩টি বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ১৪ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের দেওয়া ৪৮ ঘণ্টার অবরোধের প্রাক্কালে আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তিনটি বাসে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ২৫ মিনিটে মিরপুরের বেড়িবাধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, রাত ৮টা ৪৫ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি দমকল ইঞ্জিন নবাবেরবাগ উত্তরপাড়ায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি ডাবল ডেকার বিআরটিসি বাসে আগুন দেয় দুর্র্বৃত্তরা।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি