ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ
প্রকাশিত : ২৩:৪৫, ১৫ নভেম্বর ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় একসাথে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ের ডাসের পশ্চিম দিকের রাস্তায় (যাত্রা ছাউনির সামনে) এই বিস্ফোরণ হয়। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার আগে রাজু ভাস্কর্যে তফসিলকে স্বাগত জানিয়ে ও শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করার ‘প্রত্যয়ে’ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। এরপর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় টিএসসিতে বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখানো হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। রাস্তায় ককটেল বিস্ফোরণের স্থানে দাগ পড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, ঘটনাস্থলে সহকারী প্রক্টরবৃন্দ গিয়েছেন। তারা বিস্তারিত জানালে এ ব্যাপারে জানাতে পারব।
কে আই//
আরও পড়ুন