ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:১১, ২৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন, এরমধ্যে দুইজন নারী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। এবং দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে আছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি