ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হরতাল অবরোধ পরিহার করে নির্বাচনী ট্রেনে উঠার আহ্বান আমরা মুক্তিযোদ্ধার সন্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৭:৩৫, ২৩ নভেম্বর ২০২৩

উত্তরা জসিমউদদীন রোডের মাথায় ও চার নং সেক্টরে  বিভিন্ন  সড়কে মিছিল  করে  আমরা মুক্তিযোদ্ধার সন্তান  ঢাকা মহানগর উত্তর ।  সভাপতি  নুরুজ্জামান  ভুট্টা ও সধারন সম্পাদক  নাজমুল ইসলাম মোল্লার নেতৃত্বে মিছিল  ও সংক্ষিপ্ত সমাবেশে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি  মোঃ হুমায়ুন কবির । বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম  প্রেসিডিয়াম সদস্য  ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা । কেন্দ্রীয়  যুব ও ক্রীড়া সম্পাদক  মাসুদ রানা টগর  সম্পাদক  সৈয়দ আল-আমীন  অনিক ঢাকা মহানগর  উত্তর  সহ সভাপতি  শেখ সুমন কামরুল ইসলাম  যুগ্ম  সাধারণ সম্পাদক  মাসুদ  রানা  প্রচার সম্পাদক  মো আলমগীর  হোসেন । প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন  যেই অবরোধে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় সেই অবরোধ জনগন প্রত্যাখান করেছে।  হরতাল অবরোধ - নাশকতা পরিহার করে  নির্বাচনী ট্রেনে উঠেন। আপদের সাথে কোন যোগাযোগ নাই জনতার।  বাংলার মানুষের জন্য  কাজ করছেন  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তাই শেখ হাসিনা  পাশেই  আছে জনতা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি