ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৪ ডিসেম্বর ২০২৩

আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) অন্তর্ভুক্তিকরণ  অনুষ্ঠান সোমবার  আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন ফরোয়ার্ড বেস, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। 

অন্তর্ভুক্তিকৃত আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালসমূহের মাধ্যমে চলমান যেকোন অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন করা সম্ভব। ফলশ্রুতিতে আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল এর অর্ন্তভূক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে।

অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বিদেশি কূটনৈতিক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি