ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

"মৈত্রী দিবস" দিবস উপলক্ষে ভারতীয় মিত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ৬ ডিসেম্বর ২০২৩

সোহরাওয়ার্দী উদ্যানে মিত্র বাহিনীর শহীদদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের সন্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ফজলে (আলী ) এলাহী, নির্বাহী চেয়ারম্যান সাংবাদিক বাসুদেব ধর, আওয়ামী লীগ নেতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অধ্যাপক সাদিয়া শারমিন চৌধুরী, দপ্তর সম্পাদক যোগাচার্য ড. শংকর তালুকদার , সাংবাদিক রফিকুল ইসলাম , অনি সামদানী চৌধুরী , সাদেক আহমেদ , নজরুল ইসলাম , সাংবাদিক  শেখ রবিউল ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিসংগ্রামের ইতিহাসে এক মাইলফলক। এইদিন বাংলাদেশকে দুই বন্ধুপ্রতিম দেশ ভারত ও ভুটান স্বীকৃতি দেয়। যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এ স্বীকৃতির ফলে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান। এই স্মৃতিকে ধরে রাখতেই ৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ স্বীকৃতির সুবর্ণ জয়ন্তী "মৈত্রী দিবস" উদযাপন করছে দুই দেশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি