জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সক্রিয় সদস্য আটক
প্রকাশিত : ১৬:০১, ৭ ডিসেম্বর ২০২৩

পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ২ (দুই) সক্রিয় সদস্য ও সন্ত্রাস বিরোধী আইনসহ ৯ (নয়) মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)র একটি চৌকস দল।
নিজস্ব নজরদারীর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গল রাত ১১.১০টার সময় অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটনস্থ কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো: রুহুল আমিন (১৯) পার্বতীপুরের সরকারপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে। বর্তমানে সে স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় এমসি অপারেটর হিসেবে কর্মরত ছিল।
গ্রেফতারকালে তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
পরবতীর্তে আসামি মোঃ রুহুল আমিনের দেওয়া তথ্য মতে এটিইউ’র অপর একটি আভিযানিক দল বুধবার দুপুর আড়াইটায় যশোর জেলার মনিরামপুর ধানাধীন রোহিতা ইউনিয়নের গাংগুলিয়া এলাকা হতে ‘আনসার আল ইসলাম’র আর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি মো: রিয়াজুল ইসলাম (২৩) যশোর মনিরামপুর থানার গাংগুরিয়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে। বর্তমানে সে যশোর সিটি কলেজের দর্শন বিভাগে অনার্সে অধ্যয়নরত। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো: রুহুল আমিন ও মো: রিয়াজুল ইসলাম জানায়, তারা তামিম আল আদনানী, আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী ও হারুন ইজহারদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ‘আনসার আল ইসলাম’ এর সদস্য হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন ও সাইবার স্পেস ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর প্রচারণাসহ গণতান্ত্রিক সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর অন্যান্য সদস্যদের সহায়তায় অনলাইন ও সাইবার স্পেস ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল।
গ্রেফতারকৃত মো: রুহুল আমিন ও মো: রিয়াজুল ইসলামের বিরুদ্ধে জিএমপি’র কাশিমপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।
অপরদিকে, এটিইউ’র অপর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বুধবার ডিএমপির যাত্রাবাড়ী মডেল থানাধীন পোস্তগোলা এলাকা হতে সন্ত্রাস বিরোধী আইন, বিষ্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ সর্বমোট ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো: আরিফুল ইসলাম রাহাত (৩১) সিলেট বিয়ানীবাজার থানার আভঙ্গী গ্রামের ফয়েজ আলীর ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন