ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাউস খান উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১২ ডিসেম্বর ২০২৩

সফল উদ্যোক্তা ও অ্যাসিউরেন্স মনি গ্রুপের চেয়ারম্যান গাউস ইউ খান ২০২৪ সালের জন্য উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার ক্লাবরে এ নির্বাচনে ১০ জন পরিচালকও নির্বাচিত হন।

তারা হলেন- ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ, সালমান মাহমুদ, শাহাদাত রেজা (শামীম), মোহাম্মদ নকিব উদ্দিন সরকার অপু, এ এম মাহমুদুর রহমান, কাজী সারোয়ার হাবিব, তানভীর রহমান, মো. গোলাম মাওলা, মো. তৈমুর আজাদ ও শাবানা আলম।

উত্তরা মডেল টাউনের ১নং সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। এর ২ হাজার ৪০০ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সমাজকর্মী ও রাজনীতিবিদ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি