ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব এর ৩য় দিনের অনুষ্ঠানমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৫ ডিসেম্বর ২০২৩

‘আমার দেশ, সন্ত্রস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’— এই স্লোগানে বিজয় উৎসব-২০২৩ শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, এ আয়োজনটি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।  আজ ১৫ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে  বিজয় উৎসবের বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

কেন্দ্রীয় শহীদ মিনার: 
শিশু সংগঠন - কিংবদন্তী আবৃত্তি পরিষদ ও মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা'র দলীয়  পরিবেশনা দিয়ে শুরু করে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে দৃষ্টি, ঋষিজ শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ভিন্নধারা; দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তবাক, প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও উদ্ভাসন, শ্রুতিঘর, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র; দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা, স্পন্দন ও কথক নৃত্য সম্প্রদায়; একক সঙ্গীত পরিবেশন করেন ফকির সিরাজুল ইসলাম, সালমা চৌধুরী, শান্তা সরকার ও নবনীতা জাঈদ চৌধুরী; একক আবৃত্তি পরিবেশন করেন শিমুল পারভীন ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলী; পথনাটক পরিবেশন করে মৈত্রী থিয়েটারের চা অথবা কফি রচনা রমানাথ রায়, নির্দেশনা নিয়াজ আহমেদ; আবৃত্তিশিল্পী তারেক আলী মিলন এর সঞ্চালনায় বিজয় উৎসব-২০২৩ এর ঘোষণাপত্র পাঠ করেন আবৃত্তিশিল্পী আহসানউল্লাহ তমাল।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি