ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

 প্রয়াস এর সামাজিক সচেতনতা ও ফান্ড রেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২১ ডিসেম্বর ২০২৩

বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস এর 'সামাজিক সচেতনতা ও ফান্ড রেইজিং অনুষ্ঠান-২০২৩' ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী নুরজাহান আহমেদ।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে, দেশের শিক্ষা ব্যবস্থা, মানবিক কল্যাণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও অবদান উল্লেখ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় অল্প সময়ের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান 'প্রয়াস' এর সেবামূলক কার্যক্রমের ফলে বিশেষ শিশুরা যেভাবে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ব্যয়বহুল এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য তিনি সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিসহ বিভিন্ন দাতা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংক, বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রয়াসের শিক্ষকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি