ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

উত্তরায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২৫ ডিসেম্বর ২০২৩

রাজধানীর উত্তরার কোর্ট বাড়ি এলাকায় একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুনিল চন্দ্র সূত্রধর জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন টঙ্গি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এক পর্যায়ে মালবাহী ট্রেনটি উত্তরার কোর্ট বাড়ির টঙ্গী রেলওয়ে ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে হঠাৎ করে ট্রেনের আপলাইনে পাঁচটি বগি লাইনচ্যুত হয়।  

তিনি আরও জানান, ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। যে কোন ধরনের নাশকতারোধে রেললাইনে ঢাকা রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা পুলিশের সদস্যরা সর্বদা কাজ করে যাচ্ছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি