ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, চলাচল ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর কমলাপুর রেলস্টশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে যার কারণে ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে স্টেশন থেকে ছেড়ে দেয়। প্লাটফরম ত্যাগ করে মূল লাইনে ওঠার মুহূর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটির গতি ধীরগতি ছিল বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। 

লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলছে। এর ফলে স্টেশনের ৫টি প্লাটফর্ম ব্লক হয়ে গেছে। এ ৫টি প্ল্যাটফর্মে বাইরে থেকে এসে কোনো ট্রেন ভিড়তেও পারবে না, আবার যে ট্রেনগুলো এ ৫টি প্ল্যাটফর্মে ছাড়ার অপেক্ষায় ছিল সেগুলো ছাড়তেও পারবে না। 

তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, আবার স্টেশনে ট্রেন আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি