ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৩

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আজ রোববার। এ দুটি স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রো থামবে এবং চলবে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও কোনো পরিবর্তন হচ্ছে না। আগের সময়সূচি অনুযায়ী চলবে এই রুটে চলবে মেট্রোরেল।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। তিনি জানান, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এম এ এন সিদ্দিক বলেন, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন। আমরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম তিন মাসের মধ্যে আমরা সবগুলো স্টেশন চালু করব। তারই ধারাবাহিকতায় যে দুটি স্টেশন বাদ ছিল শাহবাগ আর কারওয়ান বাজার স্টেশন তা ৩১ ডিসেম্বর চালু করা হচ্ছে । এই দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোট্রেন থামবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ছাড়াই গত এক বছর এই অংশে সফলভাবে মেট্রোরেল পরিচালনা করেছি।

আজ ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না উড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এমএএন সিদ্দিক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি