ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)-এর মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ২০:৪৭, ৪ জানুয়ারি ২০২৪

সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব নিজ বাসায় ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুর ১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আয়শা মাহতাব সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত মাহতাব উদ্দিন আহম্মেদ এর সহধর্মিনী। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আয়েশা মাহতাব এর মৃত্যুতে একুশে টেলিভিশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

এছাড়াও সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশও মরহূমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি