ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ডেমরায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১২ জানুয়ারি ২০২৪

রাজধানীর ডেমড়া এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শফিকুল ইসলাম অভি ও মো. রাকিব। বৃহস্পতিবার দিবাগত রাত দু’টার দিকে নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডেমড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেমড়া থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডেমড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসস

এমএম//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি