ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

এফডিসির পাশের বস্তিতে আগুন, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৩ জানুয়ারি ২০২৪ | আপডেট: ০৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৪

রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।  আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি এ ফায়ার কর্মকর্তা। 

আগুনে বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি