ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তীব্র শীতের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

তীব্র শীতের মধ্যে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিন সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছিল সূর্যের। তবে, তাপমাত্রা খুব একটা বাড়তে দেখা যায়নি। এরমধ্যে সন্ধ্যার পর হয়েছে বৃষ্টি। যদিও সেটি স্থায়ী হয়নি। তবে, শুক্রবারও (১৯ জানুয়ারি) ঢাকায় ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে, রাজধানী ছাড়াও আজ ভোলা, ঝালকাঠি, যশোর, গোপালগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি