ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ড. আবদুল ওয়াদুদ এর পৃষ্ঠপোষকতায় শীতার্ত  মানুষের মাঝে কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ২১:৩৬, ২৪ জানুয়ারি ২০২৪

ফিকামলি তত্ত্বের জনক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ এর পৃষ্ঠপোষকতায় শীতার্ত  মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।  

ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ  সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস,  ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট  মোরশেদ হোসেন কামাল, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নজরুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেজন্য সরকার ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের থেকে সচেতন থাকতে হবে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি