ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৬ জানুয়ারি ২০২৪

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। 

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘UMEX 2024 (Unmanned Systems 2024) and SIMTEX 2024 (Simulation and Training Systems 2024) Exhibitions’ এ অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আমন্ত্রণে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গমন করেছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি