ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে ১ লাখ ডলারসহ  দুই মার্কিন নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। তবে, তাৎক্ষণিক ভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

আজ শনিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এসব  তথ্য  নিশ্চিত করেছেন। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক শুক্রবার  কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর - ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের। দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র বলছে,  তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী  আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি