ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গ্রন্থমেলায় নীতুল জান্নাত নীতি`র বই `একটি মধ্যরাত এবং গোটা জীবন`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

এবারের অমর একুশে গ্রন্থমেলায় আসছে নীতুল জান্নাত নীতি'র লেখা গল্পের বই 'একটি মধ্যরাত এবং গোটা জীবন'।

বাস্তব জীবনের কল্পনানির্ভর দশটি গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। 

বইটি প্রকাশনা করেছে 'ইচ্ছে স্বপ্ন প্রকাশনী'। আর প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী চারু পিন্টু।

আগামী ৪ ফেব্রুয়ারী থেকে বই মেলায় 'ইচ্ছে স্বপ্ন প্রকাশনীতে (স্টল নং-১২৩) পাওয়া যাবে বইটি। 

উল্লেখ্য, এর আগে একাধিক সংকলন বের হলেও এটিই নীতুল জান্নাত নীতি'র প্রথম প্রকাশিত বই। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ও উপন্যাস লেখা তার নেশা। তার লেখা জাতীয় পত্রিকা, ম্যাগাজিন ও স্মরণিকায় বিভিন্ন সময় জায়গা পেয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি