প্রতিশ্রুতি রক্ষায় শতভাগ এগিয়ে ‘স্বপ্নভূমি’ আবাসন প্রকল্প
প্রকাশিত : ১২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মানুষের স্বার্থরক্ষা ও স্বপ্ন বাস্তবায়নে ভূমি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প 'স্বপ্নভূমি' ঢাকা জেলার পাশেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে দ্রুত গতিতে দৃশ্যমান হচ্ছে।
২০১৯ সালে যাত্রা শুরু করে অতি অল্প সময়ের ব্যবধানেই স্বপ্নভূমি আবাসন প্রকল্প আজ সম্পূর্ণ দৃশ্যমান হবার পথে। রেডি প্লট হস্তান্তরের পাশাপাশি অতি দ্রুত গতিতে বালু ভরাট করে প্লট তৈরী করা, রাস্তা তৈরী করা এবং সম্পূর্ণ প্রজেক্টেই সবুজায়নের কাজ চলমান। একটি আধুনিক সবুজেঘেরা বসবাস উপযোগী আবাসস্থল তৈরী এবং নির্ধারিত সময়ে প্লট হস্তান্তর করার যে প্রত্যয়ে ভূমি প্রোপার্টিজ লিমিটেড যাত্রা শুরু করেছিল, সেই প্রতিশ্রুতির শতভাগ রক্ষার্থে 'স্বপ্নভূমি' প্রকল্প বর্তমান সময়ে এসে এতোটাই অগ্রসর হয়েছে , যা সত্যিই প্রশংসার দাবিদার। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ প্রজেক্ট হস্তান্তরের মাধ্যমে ভূমি প্রোপার্টিজ লিমিটেড সম্মানিত গ্রাহকদের দেয়া অঙ্গীকার রক্ষা করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে বদ্ধপরিকর।
ভূমি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক- এম মিলন হাসান বলেন- প্রতিশ্রুতি রক্ষার্থে ভূমি প্রোপার্টিজ লিমিটেডের সকল কর্মীবৃন্দ নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে। সম্মানিত গ্রাহকরা আস্থাশীল মনে করেই স্বপ্নভূমি প্রজেক্টে জায়গা কিনেছেন অতি স্বল্প সময়ে হস্তান্তরের প্রতিশ্রুতিতে দ্রুত গতিতে কাজ করছি। সফল কোম্পানিগুলোর সাফল্যের দৃষ্টান্ত অনুসরণ করে 'স্বপ্নভূমি' প্রকল্পটিও প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০২৫ সালের মধ্যে স্পপূর্ণ হস্তান্তরের জন্য দৃঢ় চিত্তে কাজ করে যাচ্ছে। সম্মানিত গ্রাহকদের শুধুমাত্র একটি অনুরোধ- দেখে শুনে বুঝে বিনোয়োগ করুন,আসুন আমাদের প্রজেক্টে, গড়ে তুলুন আপনার স্বপ্নের নীড়।
সম্মানিত গ্রাহকদের অত্যন্ত দক্ষ কর্মীবৃন্দ দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্বপ্নভূমি প্রকল্প পরিদর্শন করানো হয় এবং উক্ত প্রক্রিয়া পুরো সপ্তাহ, মাস এবং বছর জুড়েই অব্যাহত থাকে। সঠিক সময়ে রেজিস্ট্রেশন সহ প্লট হস্তান্তরের প্রক্রিয়া ধাবমান রাখতে ভূমি প্রোপার্টিজ লিমিটেডের নির্ধারিত সদস্যগণ সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প বলতে ঠিক যা বুঝায়, তার সবই থাকছে সবুজে ঘেরা এই সপ্নীল প্রকল্পে। তাই আপনি এখনই বিনিয়োগ করতে পারেন শতভাগ নিশ্চিন্তে।
সম্মানিত গ্রাহকদের অভিব্যক্তি:
তুষার নবী খান: খণ্ডকালীন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়- ৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন এবং ৭ দিনের মধ্যে প্লট বুঝে পেলাম। আমি আরো অনেক জায়গায় বিনিয়োগ করেছি কিন্তু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান ও তার কর্মীবৃন্দের আন্তরিকতা এবং অঙ্গীকার রক্ষায় আমি সত্যিই অভিভূত।
ড: চৌধুরী মোঃ ফুয়াদ গালিব- স্বপ্নভূমিতে এখন আমার একটি স্বপ্নের ঠিকানা আছে। আমি নিজে প্রকল্পে গিয়েছি, পরিদর্শন করেছি। এতো গোছানো এবং পূর্ণ পরিকল্পনামাফিক সব কিছু করা হচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার। ওনাদের স্বপ্নের অংশীদার হতে পেরে আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ।
আরও পড়ুন