ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওয়ারীর বহুতল ভবনে আগুন, ৯৯৯ ফোনকলে জীবিত উদ্ধার ৮০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রীটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি ফায়ার সার্ভিস সহায়তার অনুরোধ জানান। এতে ওই ভবনে থাকা ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। 

পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মোঃ আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করে অগ্নিনির্বাপণ তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাঁচ ভেঙ্গে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করে নীচে নামিয়ে আনে। 

বৃহম্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কর্মিদের দ্রুত পদক্ষেপে ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার দেওয়ান মোঃ রাজীব নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি