ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

শাজাহানপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদের পাশের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে একবার, এর আগে সকালে একই বাসায় দুইবার আগুনের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইশরাত (১৮),  সেনেটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫),  বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজ শেখ ( ৪৮)।

দগ্ধ আলী আকবর জানান, পঞ্চম তলা বাসার নিচতলায় রান্নাঘরে প্রায় সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। আজ সকাল আটটার দিকে  রান্না ঘরের পাশে হঠাৎ আগুন ধরে যায়। এতে হালকা শব্দ হয় তখন বাচ্চু মিয়াসহ সবাই দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, গ্যাস লিকেজ থেকে দগ্ধ এখানে ছয়জন এসেছে। এদের মধ্য মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়েছে। সবাইকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি