ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, গাবতলীতে সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৪ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৪৩, ১৪ মার্চ ২০২৪

রাজধানীর গাবতলীতে পিকআপের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামের ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্থানীয়রা। 

দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে গাবতলীর সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন। 

এদিকে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে আসাদগেইট পর্যন্ত।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি