ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএসটিআই`র অভিযানে প্রতিষ্ঠানকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১৪ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে শান্তিনগর কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি প্রতিষ্ঠানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে মুড়ি বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাঁচাবাজারে বিভিন্ন ফল-মূল ও মাছের উপর ফরমালিন পরীক্ষা করা হয়। এসময় কোন ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায় নি।

জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি