ফয়সাল হত্যা: কিশোরগ্যাং লিডার রাব্বি-আকাশসহ গ্রেপ্তার ৫
প্রকাশিত : ১৪:৫০, ২৩ মার্চ ২০২৪
রাজধানীর পল্লবীতে ফয়সাল হত্যার মূল আসামি কিশোরগ্যাং লিডার রাব্বি ও আকাশসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানায়, মাদক কেনা-বেচার অর্থ ভাগাভাগি, এলাকায় আধিপত্য বিস্তার ও অন্ত:কোন্দলের কারণেই ঘটানো হয় এই হত্যাকাণ্ড।
শনিবার (২৩ মার্চ) কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত ১৬ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ফয়সালকে। এনিয়ে মামলা হলে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব। শুক্রবার গাজীপুর এবং নরসিংদী থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের হোতাসহ ৫ জনকে।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানান, ৪ থেকে ৫ মাস আগে কিশোরগ্যাং পেপার সানি গ্রুপ থেকে বের হয়ে তারা রাব্বির নেতৃত্বে গঠন করে গালকাটা রাব্বি গ্রুপ।
ঘটনার ১ মাস আগে পেপার সানি গ্রুপের সদস্যদের আক্রমণের শিকার হয় রাব্বি এবং ১৫ মার্চ দুই গ্রুপের মধ্যে মারামারির হয়। এরপরই ফয়সলকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
রাব্বি গ্রুপ মিরপুর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন সান্ত্রসী কার্যক্রম পরিচালনা করতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
গত ১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
এএইচ
আরও পড়ুন