সাভারে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজে বিএসটিআই-এর অভিযান
প্রকাশিত : ১৫:৫৪, ২৪ মার্চ ২০২৪
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/mobile-court-inner-2403240954.jpg)
সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (২৪ মার্চ) বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণ করেন।
এসময় এডিবল জেল (লিচি, ম্যাংগো) ও আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত মোড়কের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেআই//
আরও পড়ুন