ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর তেজগাঁওয়ের ট্রেনের ধাক্কায় মেরাজ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নাখালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ কাউসার জানান, মেরাজ মানসিক প্রতিবন্ধী ছিল। শনিবার সকালে বাসা থেকে বের হয়ে নাখালপাড়া বড় মসজিদের দিকে যায়। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি