ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ডেমরার লন্ডন এক্সপ্রেস "ভলভো" বাসের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

মনির হোসেন জীবন

প্রকাশিত : ২৩:৩২, ১ এপ্রিল ২০২৪

রাজধানী ডেমরা  এলাকায় লন্ডন এক্সপ্রেস "ভলভো" বাসের গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে কাজ শুরু করে এবং  রাত ৯ টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত  হতাহতের কোন খবর খবর পাওয়া যায়নি।  এখন শুধু  আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। 

রাত সাড়ে ১০ টায় "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী" সদরদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা  তালহা বিন জসিম  আগুন লাগা ও নিয়ন্ত্রণে আনার বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৮ টা ৫০ মিনিটের সময় রাজধানী ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেস- এর "ভলভো" বাসের গ্যারেজে আগুনের সূত্রপাত হয়ে। মুহুত্বের মধ্যে আগুন অন্যান্য বিলাসবহুল বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান  শিখা গুলো দাউদাও করে জ্বলতে থাকে। তখন খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট রাত ৮ টা ৫৯ মিনিটে ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। 

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, লন্ডন এক্সপ্রেস-এর ১৪ টি বাসে আগুন ছিলো। আগুনে তাদের বিলাসবহুল দামি গাড়ি গুলো অনেকটাই পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। আমাদের কাজ শেষ হলে এবিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। 

তালহা বিন জসিম আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষরিত পরিমান এখনও জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ  বলা সম্বব।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি