ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ঈদযাত্রা: রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি ঘরমুখো যাত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৮ এপ্রিল ২০২৪

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। যারা ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারা এখন ভ্রমণ করছেন। এবার ট্রেনে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। দেখা যায়নি যাত্রী ভোগান্তি বা ট্রেনের শিডিউল বিপর্যয়। সময়মতোই ছেড়ে যাচ্ছে সব ট্রেন।

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, একের পর এক ট্রেন নির্দিষ্ট সময় অনুযায়ী প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাতায়াতকারী মহানগর প্রভাতী ট্রেনটি স্টেশন ছাড়ার সময় ছিল ৭টা ৪৫ মিনিটে। ট্রেনটি এক মিনিটও বিলম্ব না করে নির্দিষ্ট সময়েই প্ল্যাটফর্ম ত্যাগ করে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল থকে মহানগর প্রভাতী, বালাকা, ধুমকেতু, পারাবত, সুন্দরবন, নীলসাগর এক্সপ্রেসসহ ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যে স্টেশন ত্যাগ করেছে।

ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই। এমনকি ট্রেন যাত্রায় বিলম্বও নেই। প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্টেশন ত্যাগ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এবারের ঈদ যাত্রায় রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি সাধারণ যাত্রীরা। তারা বলছেন, ট্রেনে ঈদ যাত্রায় আগের যেকোনো সময়ের তুলনায় এবার স্বস্তিদায়ক। ট্রেন সময়মতো ছাড়ছে, বিনাটিকিটের কোনো যাত্রী ভ্রমণ করতে পারছে না। রেলওয়ের ব্যবস্থাপনায় যাত্রাও ভালো হচ্ছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি