ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লালমাটিয়ায় নিন্মবিত্ত ও প্রতিবন্ধি পরিবারকে ঈদ উপহার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৯ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৭:১২, ৯ এপ্রিল ২০২৪

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলিত হয় এ উৎসবে। নতুন পোশাক অর রঙ বেরঙের খাবার অরো আনন্দময় করে তুলে দিনটিকে।

সবার মাঝে সমান ভাবে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ৩০০ নিন্মবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন লালমাটিয়া বন্ধু পরিবার।

সংগঠনের উদ্যোগতারা বলেন ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই তাদের এই আয়োজন। সমাজের নিন্মবিত্ত ও অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার দিতে পেরে তারা খুশি।

উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ঈদ উপহার সামগ্রী পেয়ে অসহায় ও সুবিধা বঞ্চিতরা আনন্দিত।  

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন,  লালমাটিয়া বন্ধু পরিবার সভাপতি সুলতান মাহমুদ রেজা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিলক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি