ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১২ এপ্রিল ২০২৪

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

ভোর পৌনে পাঁচটার দিকে তাদেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩নং এল পশ্চিম ভাসানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলার একটি রুমে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাশুড়ি মেহেরুন্নেছা (৮০), পুত্রবধূ সূর্য বানু (৩০), তার সন্তান সুজন (৮), লামিয়া (৭), লিজা (১৮) এবং তাদের বাবা মো. লিটন (৫২)।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি