ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ হলে বাধাগ্রস্থ হবে বিচার কর্ম

প্রচন্ড গরমে জাতীয় আইনগত সহায়তা দিবসের র‌্যালি বাতিলের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২৮ এপ্রিল বিচার বিভাগে পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এই উপলক্ষ্যে বিগত বছরগুলোর মতোই দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের জন্য প্রস্তুতি চলছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে র‌্যালি। অথচ ভূক্তভোগীদের ভাবিয়ে তুলেছে চলমান দাবদাহ। প্রচন্ড গরম উতরে কিভাবে তাঁরা উপস্থিত হবেন র‌্যালিতে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিচারকসহ আদালতের কেউ কেউ। এই গরমে তারা অসুস্থ হয়ে পড়লে ব্যাঘাত ঘটতে পারে বিচারিক কাজকর্মে। 

বর্তমানে দেশের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ অনুষ্ঠানটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। গরমের কারণে র‌্যালির অংশটি ঝুকিপূর্ণ মনে করছেন আদালত সংশ্লিষ্টরা। এবারের মতো র‌্যালির অংশটি বাদ দেয়ার দাবিও জানিয়েছেন তারা।  নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ জানান, প্রচন্ড গরমে যেখানে স্কুল কলেজ বন্ধ রয়েছে সেখানে বিচার বিভাগের মতো অতি গুরুত্বপূর্ণ সেক্টরের বিশিষ্টজনেরা র‌্যালিতে অংশ নিয়ে সুস্থ থাকতে পারবেন না এটা নিশ্চিত। র‌্যালির ব্যাপারটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। 

ইতোমধ্যে হিট স্ট্রোকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বেশ ক’জন মারা গেছে। গরমে অসুস্থ হয়ে গত ৭ এপ্রিল খুলনার বিচারক দিলরুবা সুলতানার মৃত্যু হয়েছে। সবমিলে উদ্বেগ প্রকাশ করেছেন আদালত সংশ্লিষ্টরা। কারণ প্রতিবছর র‌্যালিতে অংশ নেন বিচারক, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আদালতের কর্মকর্তা, কর্মচারীরা। এদের কেউ কেউ ডায়াবেটিস, ব্লাড প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। এই দাবদাহ উপেক্ষা করে তারা কিভাবে র‌্যালিতে অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 

তাছাড়া শিশু, বয়স্ক ও নারীরাও অংশ নিয়ে থাকেন জাতীয় আইনগত সহায়তা দিবসে। তাদের সুস্থতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই প্রচন্ড গরমে র‌্যালিতে অংশ নেয়ার ব্যাপারটিকে বিশেষ ঝুঁকিপূর্ণ মনে করছে তারা। মূল অনুষ্ঠান থেকে র‌্যালির বিষয়টি বাদ দেয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ।   
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি