ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টিভিএস অটো ও গ্রামীণফোন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৬ মে ২০২৪

Ekushey Television Ltd.

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ইস্কাটনস্থ শোরুমে গতকাল মঙ্গলবার গ্রামীণফোন ও টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় টিভিএসের নির্ধারিত শোরুমে গ্রামীণফোনের ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস গ্রামীণফোন এর আলো পাওয়া যাবে। 

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোনের সিবিও মো. আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড অভিজিৎ দে, হেড অব মাকেটিং আশরাফুল হাসান এবং গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস (পরিচালক) এম শাওন আজাদ, প্রোডাক্ট পার্টনারশিপ ও অপারেশনের প্রধান আরবিদ চৌধুরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি