ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের খান প্রপার্টিসের ক্রুজ এভারলাইন যাত্রা শুরু করলো বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৮ মে ২০২৪ | আপডেট: ০০:৫৯, ১৯ মে ২০২৪

বাংলাদেশে এই প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো এভারলাইন ক্রুজ। বাংলাদেশী আমেরিকানের ব্যবসা প্রতিষ্ঠান খান প্রপার্টিজ গত ১২ মে থেকে চালানো শুরু করেছে দৃষ্টিনন্দন এ জাহাজ। শীতলক্ষার কাঞ্চন ব্রিজঘাট সংলগ্ন মেরিনা অস্ট্রিচ হারবার থেকে খুলনার সুন্দরবনের উদ্দেশ্যে নিয়মিত চলবে এ ক্রুজ। খান প্রপার্টিজের কর্ণধার মাসুদুর খান বলেন, এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও প্রথম দিকে চাঁদপুরের মোহনাসহ পার্শ্ববর্তী এলাকায় যাওয়া আসা করবে। মাঝমধ্যে সুযোগ বুঝে সুন্দরবন যাবে। 

তবে জন্মদিন, বিয়ের অনুষ্ঠান, বিয়েবার্ষিকী, করপোরেট অনুষ্ঠানসহ বিভিন্ন ধরণের পার্টিতে ভাড়া নিতে পারবেন এভারলাইন জাহাজ। ইউনিভার্সিটি অফ টেক্সাস এ্যাট আর্লিংটন থেকে পাস করা অদম্য মেধাবী প্রকৌশলী মাসুদুর খান জেনারেল মোটরসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছেন। ইতোমধ্যে তিনি অরেগনের পোর্টল্যান্ডে বিশাল নার্সারি গড়ে তুলেছেন। নিউ লিফ ফার্মস এন্ড গার্ডেন নামে এ প্রতিষ্ঠান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।    

এভারগ্রিন উদ্বোধনপর্বে ‘সানসেট ইভেন্ট’ অনুষ্ঠিত হয়। নদীমাতৃক পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বাংলাদেশে বিশ্বমানের এমন জাহাজ চালানো শুরু করলো এভারগ্রিন-জানান প্রতিষ্ঠান চেয়ারম্যান ইঞ্জিনিয়িার মাসুদুর খান। ক্রমশ জাহাজের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের ‘সদস্য এম এম ফজলুল হক, রিভার পুলিশের প্রধান এডিশনাল ডিআইজি শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী মামুন ইমতিয়াজ, একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ডক্টর অখিল পোদ্দার, খান প্রপার্টিজের অন্যতম কর্মকর্তা সন্জীব কুন্ডু, বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা সাদাত রহমান, সলিউশন্স ১ অটোমেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শরীফ মুহম্মদ রাশেদ, বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মী জুবায়দা নাজনীন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানজুড়ে ছিলো হালকা স্ন্যাকস, মিট অ্যান্ড গ্রিট, অতিথিদের ক্রুজ পরিদর্শন, এভারলাইন ক্রুজের চেয়ারম্যান মাসুদুর রহমান খান এর সংক্ষিপ্ত বক্তব্য, বারবি কিউ পার্টি, লাইভ মিউজিক, কেক কাটা, আতশবাজি। 

এভারলাইন ক্রুজের চেয়ারম্যান মাসুদুর রহমান খান বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমাদের দেশের এই নদীকে ঘিরে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নদীমাতৃক বাংলাদেশে জলের সাথে আরও গভীরভাবে মিশে প্রকৃতি উপভোগ করতে  নেয়া হয়েছে বর্ণিল উদ্যোগ। জাহাজের ভাড়া ও সার্বিক সুযোগসহ যাবতীয় কিছু জানা যাবে এর ওয়েবসাইটে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি