ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহিনকে ফেরাতে কূটনীতিকভাবে চেষ্টা করা হচ্ছে: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২৯ মে ২০২৪

এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। যড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করলে মোটিভ জানা যাবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার।

বুধবার (২৯ মে) ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুনিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাথে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও কূটনীতিকভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

তিনি বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে। দুদেশের আইনেই হত্যাকাণ্ডের বিচার হতে পারে। 

ডিএসপি কমিশনার বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই আনারের কিনা ডিএনএ টেস্ট করে তা নিশ্চিত করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি