ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

মেজর জেনারেল আবদুর রশিদের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৫ জুন ২০২৪

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক আজ এক  যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদের অন্যতম শুভানুধ্যায়ী, ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী  পরিচালক ও প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন-

“তিনি সব সময় বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি প্রগতিশীল, মুক্তমনা, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্র  হিসেবে দেখতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি তাঁর সারাটি জীবন সংগ্রাম করে গেছেন। সত্য প্রকাশে তিনি সবসময় ছিলেন  নির্ভীক ও উচ্চকণ্ঠ। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে তাঁর অংশগ্রহণ ও বক্তব্যের মাধ্যমে উৎসাহ দিতেন। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ একজন অকৃত্রিম বন্ধু ও সহযোদ্ধাকে হারালো। 

আমরা তাঁর বিদেহী আত্মার সর্বোত্তম মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি  প্রকাশ করছি।  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি