ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১ জুলাই ২০২৪ | আপডেট: ১৯:০৪, ১ জুলাই ২০২৪

বাংলাদেশে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধান Admiral Dinesh K Tripathi, PVSM, AVSM, NM ০১ জুলাই ২০২৪ সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামান'কে অভিনন্দন জানান। সাক্ষাতকালে তাঁরা দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, Admiral Dinesh K Tripathi (সস্ত্রীক) এর নেতৃত্বে ০৪ সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধি দল ০৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ২০২৪ তারিখ ঢাকায় আগমন করেন। সফর শেষে দলটি আগামী ০৫ জুলাই ২০২৪ তারিখে ভারতে প্রত্যাবর্তন করবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি