ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার রাজপথে জনতার ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৫ আগস্ট ২০২৪ | আপডেট: ১৬:২২, ৫ আগস্ট ২০২৪

ঢাকার রাজপথে ছাত্র-জনতা ঢল নেমেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত এসে মিশছে শাহবাগে। ছাত্র-জনতার স্বতস্ফূর্ত আন্দোলনে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা। ঢাকার রাজপথে উল্লাসে ফেটে পড়ছেন তারা।

সোমবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। বেলা গড়িয়ে দুপুর হলে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজধানী। 

শাহবাগ, যাত্রাবাড়ী, গাবতলী, উত্তরা, আজমপুর, বাড্ডা, রামপুরা, মহাখালী, শহীদ মিনার, খিলগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে স্লোগানে উল্লাস করতে দেখা যায় সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের।

বিকাল পৌনে ৩টায় সরেজমিন রাজধানীর কাওরানবাজার, বাংলামোটরে দেখা গেছে, লাখ লাখ মানুষ শাহবাগের দিকে প্রবেশ করছে।

পরে শাহবাগ থেকে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট, সংসদভবন, গণভবনের দিকে যায় লাখ লাখ মানুষ।

জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি