ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আরও ৭৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৬ আগস্ট ২০২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (৫ আগস্ট) একজনের মৃত্যু ও ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে ৭৪ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি